স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সদর উপজেলার গোষ্ঠা গ্রামে গোপন বৈঠকের সময় গতরাতে জেলা গেয়েন্দা পুলিশ হালুয়াঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পিতা-পুত্রসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইমারত হোেসেন গাজী জানান, সদর উপজেলার গোষ্ঠা দক্ষিনপাড়া গ্রামে শনিবার রাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সরকার পতনের গোপন বৈঠক করছে।
খবর পেয়ে ডিবির উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও
ফারুক আহম্মেদ সঙ্গীয় পুলিশ নিয়ে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্ঠা
দক্ষিন পাড়া গ্রাম থেকে জেলার হালুয়াঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর
আক্তার হোসেন (৪৮) জেলা জামায়াতের সদস্য আবু খায়ের মোহাম্মদ আব্দুল্লাহ
ওরফে খায়ের মুন্সী(৫৬) তার ছেলে আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা
ছাত্র শিবিরের সদস্য অলি উল্লাহ মুজাহিদ (৩৪) ও সদর উপজেলার দাপুনিয়া
ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারী আতা উল্লাহ গালিবকে ইসলামী বই,
জামায়াত-শিবিরের বিভিন্ন কাগজ পত্রসহ গ্রেফতার করে। ময়মনসিংহ জেলা
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত দের
বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা
নং-১২১(১১)১৫ দায়ের করে। পুলিশ গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের ৪নেতার ৭দিনের
রিমান্ড চেয়ে আজ রবিবার দুপরে আদালতে প্রেরন করেছে।
মন্তব্যসমূহ