ময়মনসিংহ প্রতিনিধি: সারাদেশের সঙ্গে একযোগে ময়মনসিংহেও শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি) পরীক্ষা।
এদিকে পরীক্ষা উপলক্ষে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে দেখা যায় অভিভাবকদের উপচে পড়া ভিড়। প্রিয় সন্তনকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। রোববার সকাল ১১টায় ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায়অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হয়েছে দুপুর দেড়টায়। এদিকে শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। যুদ্ধাপরাধী সাকা ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর পরবর্তী পরিস্থিতি পরীক্ষায় কোন প্রভাব ফেলেনি উল্লেখ করে অভিভাবক হাসনাতুল ইসলাম বলেন, ভালোভাবেই আমরা পরীক্ষার হলে আসতে পেরেছি। কোথাও কোন সমস্যা হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা হিসেবে পরিচিত পঞ্চম শ্রেণির পাঠ সমাপনী এ পরীক্ষায় ময়মনসিংহের ১৩ টি উপজেলায় প্রাথমিক সমাপনীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫শ ৯৬ আর উপস্থিত ছিলেন ১লাখ ৪শ ৮০ জন। আর ইবতেদায়ীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৫শ ৩১ জন আর উপস্থিত ছিরেন ৮ হাজার ৩ শ ১৩ জন পরীক্ষার্থী। ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এবার সুন্দর ও সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে |
মন্তব্যসমূহ