ভালুকায় হবিরবাড়ী কমিউনিটি পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত


 ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকার হবিরবাড়ী ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় (২৩ নভেম্বর) সোমবার বিকালে হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে। হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (দঃ) এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন-অর রশিদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার। এ সময় আরো বক্তব্য রাখেন হবিরবাড়ী ইফনিয়র যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ বাচ্চু, হবিরবাড়ী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আতিকুল ইসলাম জাকারিয়া, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলমগীর কবির,  মোঃ চাঁন মিয়া কমান্ডার, নুরুল ইসলাম মেম্বার প্রমূখ।

মন্তব্যসমূহ