আইনশৃঙ্খলা বাহিনীর সিগন্যাল পেলেই ফেসবুক খুলব : পলক


আইনশৃঙ্খলা বাহিনীর সিগন্যাল পেলেই ফেসবুক খুলব : পলক

অনলাইন ডেস্ক |তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা যখনই সিগন্যাল পাব, তখনই সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেব। এখন দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার দুপুরে সিলেট এমসি কলেজে রবির ওয়াই-ফাই সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছি। এর মধ্য দিয়ে সাইবার-জগতের অপরাধ এবং ইন্টারনেটের মাধ্যমে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকা- প্রতিহত করার জন্য আমাদের সক্ষমতা তৈরি করছি। তিনি আরও জানান, সাইবার-জগতের অপরাধ এবং দেশবিরোধী কর্মকা- মোকাবিলায় আধুনিক নিরাপত্তাব্যবস্থা আইনও প্রণয়ন করা হচ্ছে। সারা দেশে এক লাখ ফ্রি ওয়াইফাই-হটস্পট জোন তৈরি করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, কলেজ উপাধ্যক্ষ মো. হায়াতুল ইসলাম আকুঞ্জি প্রমুখ।

মন্তব্যসমূহ