বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের বেশি

x


Decrease font Enlarge font
মুসলিম সমাজ আবর্তিত হয় মসজিদকে কেন্দ্র করে। ফলে বিশ্বের যেখানে রয়েছে মুসলমানের বাস সেখানেই গড়ে উঠেছে মসজিদ।

এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে মোট মসজিদের সংখ্যা ২৫ লাখের বেশি।

সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ রয়েছে প্রতিবেশী দেশ ভারতে। সেখানে মসজিদের সংখ্যা প্রায় তিন লাখ।

বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের বেশি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জাতীয় সংসদকে জানান জানান, ২০০৮ সালে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি।

শুধু ঢাকা শহরেই রয়েছে ২ হাজার ৭৭৭টি মসজিদ।

বেগম মাহজাবিন মোরশেদের (মহিলা আসন-৪৫) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ফের ১ রানে হারল মুশফিকের সিলেট
অনলাইন ডেস্ক
Published : Tuesday, 24 November, 2015 at 10:35 PM, Update: 24.11.2015 10:51:53 PM
- See more at: http://www.manobkantha.com/2015/11/24/82787.php#sthash.yZ03dInh.dpuf

মন্তব্যসমূহ