ভালুকায় পুকুরে বিষ প্রয়োগে ৮ লাখ টাকার ক্ষতি



স্টাফ রিপোর্টার বর্ণমেলা নিউজ ২৪ ডট কম: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লাখ টাকার মাছের মেরে ফেলেছে দূবৃত্তরা।

জানা যায়,উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (মধ্যপাড়া) গ্রামের আঃ লতিফের ছেলে মাছ চাষী খোরশেদ আলমের বাড়ির পাশের পুকুরে সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে কেবা কারা বিষ জাতীয় পদার্থ ব্যবহার করে। সকালে পুকুরে মাছ মরে ভাসতে শুরু করে। মাছ চাষী জানান, তার দেড় বিঘার পুকুরে দেশীয় প্রজাতির মাছ ছিল বিশ হাজার ও পাঙ্গাস মাছ ছিল চার হাজার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আট লাখ টাকার উপরে।

মাছের খাবার বাবদ সাড়ে তিন লাখ টাকা ব্যয় করেছেন। মৃত মাছ ভালুকা উপজেলা মৎস অফিস ও ময়মনসিংহ মৎস অফিসে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য।
এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মৃত মাছের গন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে গর্ত করে পুতে রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্থ মাছ চাষী হতাশাগ্রস্থ অবস্থায় জানান, আমার সব সম্বল এই পুকুরে মাছ চাষে ব্যয় করেছি।

আমি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই, যারা আমার এতো বড় ক্ষতি করেছে তারা যেন ধরা পড়ে।

মন্তব্যসমূহ