সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রামঘড়িয়া গ্রামের ইদ্রিস
আলীর ছেলে জসিম উদ্দিন (৩০) ও কুমিল্লা সদর উপজেলার কুচাইতলী এলাকার ফিরোজ
মিয়ার ছেলে বাবলু (৩২)।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ