ত্রিশালে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৩ নভেম্বর ২০১৫, সোমবার,

স্বাধীন দুর্নীতি কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আজ  সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে পরিষদ হল রম্নমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এস এম আলমগীর কবীরের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৈাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন।
দুর্নীতিকে না বলুন এ সেস্নাগানকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বি আর ডি বির চেয়ারম্যান আলহাজ নবী নেওয়াজ সরকার, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিড়্গা কর্মকর্তা চাঁন মিয়া মনির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, উপজেলা পলস্নী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রদীপ রঞ্জন বোস, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলহাজ মোজাহারম্নল হক প্রমূখ। পরে কর্মকর্তাদের নিয়ে কেক কেটে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মন্তব্যসমূহ