ভালুকার আইডিয়াল স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড


স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় শুক্রবার সকালে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ীস্থ আইডিয়াল স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে তুলার ৬শতাধিক বেল্ট পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সরজমিনে মিল কর্তৃপক্ষ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার সকালে ঘটনার সময় মিলের রিটার সেকশনে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে পরে মুহুর্তের মধ্যেই তুলার বেল্টে ছড়িয়ে পড়লে এক পর্যায়ে আগুন ভয়াবহ আকার ধারন করলে মিল কর্তৃপক্ষ তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার,ফায়ার সার্ভিসের ময়মনসিংহের সহকারী পরিচালক আবুল হোসেনসহ ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ভালুকা,ত্রিশাল,শ্রীপুর,ময়মনসিংহ এবং টহল  ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মিলের এডমিন ম্যানেজার ইউসুফ আলী মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।এতে মিলের ৬শতাধিক তুলার বেল পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমান অনেক এখন বলা সম্ভব নয়।

মন্তব্যসমূহ