সাম্প্রদায়িকতা-সাম্রজ্যবাদ-লুটপাটতন্ত্রের বিরুদ্ধে লড়াই জোরদার করুন … কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম
বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি(সিপিবি)-র কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা
জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,
সাম্প্রদায়িকতা-সাম্রাজ্যবাদ-লুটপাটতন্ত্রের বিরুদ্ধে লড়াই জোরদার
করুন। সাম্রাজ্যবাদ অাজ গোটা পৃথিবী ব্যাপী সাম্প্রদায়িকতা ও
জঙ্গিবাদের মদদ দাতা, যার কুফল অামাদের দেশেও ছড়িয়ে পড়ছে। দেশে
গণতন্ত্রের চর্চা নেই, চলছে লুটপাটের রাজনীতির খেলা। এ অপরাজনীতির
বিরুদ্ধে জনতার জাগরণ সৃস্টি করে সত্য ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার
লক্ষ্যে কমিউনিস্ট পার্টি কে শক্তিশালী করতে হবে এবং বাম বিকল্প
গড়ার জন্য বাম ও উদারপন্থিদের বৃহত্তর ঐক্য গড়ে তোলতে হবে। তিনি
গতকাল ১১ ডিসেম্বর শুক্রবার সকালে ময়মনসিংহে অনুষ্ঠিত ১১-১২ ডিসেম্বর
২০১৫ দু’দিন ব্যাপী ময়মনসিংহ বিভাগ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের
জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা
কমিটির যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সভায় সভাপতিত্ব
করেন সিপিবি-র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড অাহসান হাবিব
লাবলু। যৌথসভা পরিচালনা করছেন সিপিবি-র কেন্দ্রীয় প্রেসিডিয়াম
সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক। সভার শুরুতে স্বাগতিক জেলা ময়মনসিংহ
জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এড.
এমদাদুল হক মিল্লাত শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় ময়মনসিংহ জেলা
কমিটির সভাপতি, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অাব্দুল
অাজিজ তালুকদার, নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক
মোস্তফা কামাল, কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ
এনামুল হক, জামালপুর জেলা কমিটির সভাপতি কমরেড অালী অাক্কাস, টাঙ্গাইল
জেলা কমিটির সভাপতি অধ্যাপক নাজির হোসেন ও শেরপুর জেলা কমিটির
সভাপতি কমরেড অাবুল মনসুর সহ ছয় জেলা কমিটির ৭৫ জন কমরেড উপস্থিত
হয়েছেন। ১২ ডিসেম্বর ২০১৫ বিকাল পর্যন্ত যৌথসভা চলবে।
মন্তব্যসমূহ