রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনাও ঘটে। এতে মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর বিলসিমলা বন্ধ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ গেট এলাকায় কনফেকশনারির দোকানসহ কয়েকটি দোকানে রামেকের শিক্ষার্থীরা কেনাকাটা করে থাকেন। সেখানে মিন্টু নামে এক ব্যক্তির কনফেকশনারির দোকানে কেনাকাটাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে রাব্বি নামে এক মেডিকেল শিক্ষার্থীর বাকবিতন্ঢা হয়। এক পর্যায়ে তাদের দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি রামেক শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। এক সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে চলাকালে ইটের আঘাতে রামেকের দুই শিক্ষার্থী আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিত তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্যসমূহ