খালেদাকে বাধার অভিযোগ


খালেদাকে বাধার অভিযোগ
ঢাকা : মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার যাত্রা শুরু হওয়ার কথা ছিল বুধবার সকাল সাড়ে ৮টায়। তবে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে ভোর ৪টা থেকে পুলিশ অবস্থান নেয় তাকে যাত্রা বিলম্বিত করতে বলা হয় বলে অভিযোগ করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার। তিনি বলেন, ‘পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়া সাড়ে ৯টার আগে বাসার বাইরে বের হতে পারবেন না।’ এর গুলশানের বাসা থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করেন তিনি। খালেদা জিয়ার গাড়ি বহরে আছেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল কাইয়ুম, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ। খালেদা জিয়া প্রথমে দল ও জোটের খেতাবধারী মুক্তিযোদ্ধাসহ রণাঙ্গনের বীর সেনানীদের নিয়ে, পরে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে খালেদা জিয়া রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্স জিয়াউর রহমানের সমাধিতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া বিকালে বিএনপির বিজয় শোভাযাত্রা কর্মসূচি রয়েছে।

মন্তব্যসমূহ