বড়দিন ও থার্টিফাস্ট নাইটে থাকবে কড়া নিরাপত্তা

বড়দিন ও থার্টিফাস্ট নাইটে থাকবে কড়া নিরাপত্তা
আগামী ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টিফাস্ট নাইটে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। বড়দিন ও থার্টিফাস্ট নাইট নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে যাতে সবাই বড় দিনের উৎসব পালন করতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে থার্টিফাস্ট নাইটে যাতে উৎসবের কারণে জনসাধারণ বিড়ম্বনায় না পড়েন সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে। থার্টিফাস্ট নাইটে যেখানে সেখানে কেউ মদ্যপান করতে পারবে না, এমন ব্যবস্থাও নেয়া হবে।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সবাই যাতে ২৫ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে বড় দিন পালন করতে পারেন সেজন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে। গতবারের মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি খৃস্টান সম্প্রদায়ের প্রস্তাবমতে প্রত্যেক গির্জায় আলাদাভাবে নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বড়দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পড়ায় কোনো সমস্যা হবে কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি কোনো সমস্যা হবে না। আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই। সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করবো।

থার্টিফাস্ট নাইটে এবার গতবারের চেয়েও বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এবারও বেশি কিছু নির্দেশনা থাকছে। কূটনৈতিকপাড়া গুলশান-বনানীসহ অভিজাত এলাকাগুলোতে রাত ৮টার পরে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে সে ব্যবস্থা থাকবে। তবে টাইমফ্রেমের বিষয়টি ডিএমপি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেবে। এসব এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। এছাড়া হাতিরঝিলে অযথা ভিড় করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা থার্টিফাস্টনাইট উদযাপন করতে আসবেন তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করবে।

বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হকসহ খৃস্টান সম্প্রদায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ