বিমানবন্দরে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ আটক ৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি ওজনের ১২৫টি স্বর্ণের বারসহ চারজনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আটককৃতরা হলেন- আনোয়ারা বেগম (৩০), নাহিদা ফারজানা মনি (২৫), আনোয়ার পাভেজ (২৫) ও ওসমান সোহেল (২৯)।
আজ বুধবার দুপুরে স্বর্ণসহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, আটককৃত চারজন কুয়েত থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০৪৬) ঢাকায় আসেন। বিমানবন্দরে তাদের আচরণে সন্দেহ হলে আটক করে তল্লাশি করা হয়। পরে আনোয়ারা ও নাহিদার কোমরে কালো রংয়ের কাপড়ে বানানো দুটি বেল্টের ভেতর থেকে ১২৫টি স্বর্ণের বার পাওয়া যায়। তারা দু’জন আভ্যন্তরীণ যাত্রী হিসেবে চট্টগ্রাম থেকে ওই বিমানে ওঠেন। চট্টগ্রামের একটি বিউটি পার্লারের কর্মী তারা। অপর দু’জন আনোয়ার পারভেজ ও ওসমান সোহেল কুয়েত থেকে এসেছেন। চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে বিমান আকাশে থাকা অবস্থায়ই তারা দু’জন কৌশলে আনোয়ারা ও নাহিদার কাছে স্বর্ণের বেল্ট দু’টি হস্তান্তর করেন। ধারণা করা হচ্ছে, তারা আন্তর্জাতিক সোনা চোরাকারবারি চক্রের সদস্য।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৬) একটি বিমানের একটি যাত্রী আসনের নিচ থেকে ৩২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ছিল ৩৭ কেজি এবং মূল্য প্রায় ১৯ কোটি টাকা। এ ঘটনায় সুনির্দিষ্ট কেউ আটক হয়নি।

মন্তব্যসমূহ