গফরগাঁওয়ে আন্তজাতিক দুনীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন, শোভাযাত্রা


গফরগাঁওয়ে আন্তজাতিক দুনীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন, শোভাযাত্রা

আজহারুল হক, গফরগাঁও, আন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে  বুধবার উপজেলা কেন্দ্রিয় স্মৃতিসৌধের সামনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দূর্নীতি বিরোধী একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান এডভোকেট, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধিরা। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমটির সভাপতি ডাঃ কে এম এহছান এডভোকেটের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তা আবুল কালাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আনিছুর রহমান, সাধারন সম্পাদক হরি শংকর দাস, ডাঃ হোসাইন আহমেদ গোলন্দাজ, সাংবাদিক এইচ কবীর টিটো প্রমুখ। পরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এটিএন তারকা উমর আলী ও স’ানীয় সংগীত শিল্পীরা।

মন্তব্যসমূহ