রাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

রাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি
রাবি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন সাংকৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রায়।

সম্মেলনে বর্তমান জোটের বর্তমান সভাপতি অধ্যাপক ড. পিএম শফিকুল ইসলামকে পুনরায় সভাপতি ও হাসান ঈমাম সুইটককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় ডিনস ভনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জোটের সভাপতি অধ্যাপক ড. পিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ডিনস ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম গোস্বামীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। এছাড়া আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচর্য অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহ্, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারপারসন অধ্যাপক রাশেদা খালেক ও জোটের প্রতিষ্ঠাতা সাধরণ সম্পাদক এমজি হাদিউল আজম।

এসময় বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান, কাউন্সিল উদযাপন কমিটির আহ্বায়ক নাসিমা খাতুনসহ জোটের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসমূহ