ধোবাউড়ায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনসিুজ্জামাণ খানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ৪র্থ শ্রেণির ছাত্রী। জানা যায় উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পূর্ববতিহালা গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী (১২) কামালপুর গ্রামের এক ছেলের সাথে শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। ইতিমধ্যে বৃহস্পতিবার গেইটসহ বিয়ের সমস- প্রস’তি সম্পন্ন হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান বাড়িতে উপসি’ত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য মেয়ের মাকে মুছলেকা দিয়ে ছেড়ে দেন।
মন্তব্যসমূহ