জানুয়ারিতে আসছে টি২০ বিশ্বকাপ ট্রফি


জানুয়ারিতে আসছে টি২০ বিশ্বকাপ ট্রফি

ঢাকাঃ টি২০ বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসের মতো বাকি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইছে, আগে থেকেই বিশ্বব্যাপী মারকাটারি ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে দিতে। এরইমাঝে ভারতে টি২০ বিশ্বকাপের ট্রফি উন্মুক্ত করা হয়ে গেছে। আইসিসির তরফ থেকে বলা হচ্ছে, টি২০ বিশ্বকাপ ট্রফি বিশ্বব্যাপী পরিভ্রমণ করলে টুর্ণামেন্টকে ঘিরে মানুষের আগ্রহ বাড়বে। সেই লক্ষ্যে ভারত থেকে রোববার টি২০ বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণে বের হচ্ছে। যা বাংলাদেশে থাকবে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি।
প্রথমেই ট্রফিটি যাবে ইউরোপের দেশ স্কটল্যান্ডে। এরপর সেখান থেকে পর্যায়ক্রমে ভ্রমণ করবে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডে। ইউরোপ ভ্রমণ শেষে আরও সাতটি দেশ ঘুরবে ট্রফিটি।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেছেন,‘ সাধারণ মানুষের দেখার জন্য বিভিন্ন দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচে রাখা হবে টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপকে নিয়ে যাতে সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয় সেজন্য এই ব্যবস্থা।’
টি২০ বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণ শেষে ভারতে ফিরবে ১ ফেব্রুয়ারি। সুপার টেনের আগে কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে ৮ মার্চ। এই রাউন্ড শেষ হবে ১৩ মার্চ। মূল পর্ব অর্থাৎ সুপার টেন শুরু হবে ১৫ মার্চ। ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেনে, ৩ এপ্রিল।
কোয়ালিফায়ারের আট দলকে নিয়ে করা হয়েছে দুই গ্রুপ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সুপার টেনে। কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে বাংলাদেশকেও। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। গ্রুপ ‘বি’র দলগুলো হচ্ছে, জিম্বাবুয়ে, হংকং, স্কটল্যান্ড ও আফগানিস্তান।

মন্তব্যসমূহ