ইউনাইটেড হাসপাতালে যৌন হয়রানির অভিযোগ



রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে এক নারী রোগীর ওপর যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের এক পুরুষ নার্সকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।

সোমবার ঘটনাটি ঘটার পর মঙ্গলবার এ অভিযোগে হাসপাতালের সাইফুল ইসলাম নামে ব্রাদারকে (স্টাফ নার্স) চাকরিচ্যুত করা হয়েছে। পরে বুধবার বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, একজন রোগীর শরীরে অস্ত্রপচারের পর তাকে পোষ্ট অপারেটিভ কক্ষে অনেকটা অচেতন অবস্থায় রাখা হয়। এসময় হাসপাতালে কর্মরত ব্রাদার সাইফুল ইসলাম ওই রোগীকে যৌন হয়রানি করেন। এক পর্যায়ে রোগী তা টের পেলে, মহিলা নার্সদের ডেকে ঘটনাটি জানান। তখন সাইফুলকে ওই কক্ষ থেকে বের করে দেয়া হয়। পুরো ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও, সাইফুলের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়নি। উল্টো ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্যসমূহ