রাজশাহীতে মসজিদে বোমা হামলা, নিহত ১

রাজশাহী প্রতিনিধি- রাজশাহীর বাগমারা উপজেলায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার শুভডাঙা ইউনিয়নের সৈয়দপুর বকপাড়া আহমাদিয়া জামে মসজিদে এই বোমা হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ধারণা করছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার জন্যেই এই হামলা চালানো হয়েছে।
মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর পুলিশ ও র্যা ব এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে আলামত সংগ্রহের কাজ চলছে।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, জুমার নামাজ চলাকালীন মসমইল বকপাড়া জামে মসজিদে বোমার বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। এদের মধ্যে ময়েজ উদ্দিন, সায়েব আলীসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটিকে প্রাথমিকভাবে আত্মঘাতী হামলা বলে ধারণার কথাও জানিয়েছেন ওসি।
বেলা দুইটার পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের ভেতর ছোপ ছোপ রক্ত। মসজিদের ভেতরে অজ্ঞাত হামলাকারীর লাশ পড়ে আছে। সেখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। বোমা বিস্ফোরণকারী যুবকের পরিচয় পাওয়া যায়নি। ওই যুবকের গায়ে কালো রঙের জ্যাকেট রয়েছে। স্থানীয় লোকজন জানান, ২০০০ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এই মসজিদে নামাজ আদায় করে আসছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

মন্তব্যসমূহ