নাবালিকা ধর্ষণে মালয়েশিয়া পুলিশের ১০০ বছরের কারাদণ্ড

আর্ন্ত:জাতীক ডেস্ক:  নাবালিকা ধর্ষণের দায়ে ১০০ বছরের সাজা পেল এক মালয়েশিয়া পুলিশ। ধর্ষক পুলিশের নাম রহাইজাত আবদুল আনি। 

আনির বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ১৩ বছরের নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেন। রক্ষক হয়ে ভক্ষকের আচরণ করেন তিনি। 

২০১২ সালেই আনিকে গ্রেফতার করা হয়। ধর্ষণের জন্য তার বিরুদ্ধে চারটি মামলা আনা হয়। তিন বছর ধরেই সেই ধর্ষণের মামলা চলছিল। 

বুধবার মালয়েশিয়ার সেশন কোর্টের বিচারক প্রতিটি মামলায় তাকে ২৫ বছরের হাজত বাসের সাজা শোনান। সেই অনুযায়ী মোট ১০০ বছরের হাজত বাসের সাজা শুনিয়েছে আদালত। সঙ্গে রয়েছে ১৫ বার বেত্রাঘাতের নির্দেশ।

মন্তব্যসমূহ