স্টাফ রিপোর্টার |
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এড. জহিরুল হক খোকা বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শ অনুসরনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন, ধর্মের ছদ্মাবরনে জিহাদের নামে কিছু জঙ্গি গোষ্ঠী নির্বিচারে মানুষদের হত্যা করে শান্তিপ্রিয় মুসলমানদের বিশ্ব সম্প্রদায়ের কাছে ইসলামের ভাবমূর্তি ও হেয় প্রতিপন্ন করছে। তিনি বলেন বিজ্ঞানের সকল ক্ষেত্রেই উৎকর্ষ সাধিত হলেও সামাজিক শৃঙ্খলা ও নৈতিক অধ:পতনের কারনে সর্বসত্মরে অশান্তি বিরাজ করছে। তিনি এ থেকে পরিত্রান পেতে রাসূল (সাঃ) এর প্রদর্শিত পথে চলতে সকলকে আহবান জানান। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী(সাঃ) হিজরী ১৪৩৭ উপলক্ষে ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট আয়োজিত বৃহস্পতিবার দুইদিনব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুসলিম ইনস্টিটিউটের সভাপতি ও জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অনুষ্ঠানের আহবায়ক র.ক.ম নাজিম-উদ-দৌলার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাধারন সম্পাদক ও এ.এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, এতে আলোচক ছিলেন কলেজ রোড জামে মস্জিদের খতিব মুফতি মাওলানা মুস্তফা সারোয়ার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের সহ সম্পাদক এহতেশামূল আলম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন আজ এই মহাপবিত্র দিবসের আয়োজনে ময়মনসিংহের অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠানের কমিটিতে অসংখ্য সদস্য থাকলেও তারা উপসি’ত হননি। শহরের কিছু সুধি ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসার নাবালক কচিকাঁচা মেহমানরা উপসি’ত হয়ে আমাদের আয়োজনকে কিছুটা হলেও সার্থক করেছে। তিনি ক্ষোভের স্বরে আরো বলেন যে শুধু বোর্ডে নাম অলংকরন করলেই চলবেনা ভবিষ্যতে প্রতিষ্ঠানের সদস্য অত্মর্ভূক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের কাজের প্রতি আগ্রহীদের অগ্রাধিকার দেওয়ার বিবেচনায় আনতে হবে। মাওলানা শফিকূল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং বিশিষ্ট শিল্পী সাংবাদিক নজীব আশরাফের নাতে রাসূল পরিবেশনার মাধ্যমে কর্মসূচী শুরম্ন হয়। দিবসটি উপলক্ষে এর আগে মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দ্বিতীয় পর্বে ছিল শিশু কিশোরদের ক্বিরাত, আযান, হাম্দ ও নাতে রাসূল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা। আজ শুক্রবার বিকেলে ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এস.এম মাহফুজুল হক নূরম্নজামান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করবেন।
মন্তব্যসমূহ