ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত : ধর্মমন্ত্রীর শোক প্রকাশ


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত  : ধর্মমন্ত্রীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার, ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহ শহর যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পৌর ১৫ নং ওয়াার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মাইনুদ্দিন (৪২) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। জানা যায়, গত ১৪ই ডিসেম্বর দুপুর ১.৩০মিনিটে মটর সাইকেল যোগে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বইলর নামক স্থানে পৌছলে এই দুর্ঘটনায় ঘটে। পরে স্থানীয় লোকজন গুরতর অবস্থায় বেলা ২.৩০মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করে। মাইনুদ্দিনের পরিবারের লোকজন জানায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি ইনে-কাল করেছেন ( ইন্নালিল্লাহে …….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ২ পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে লাশ আনার পর শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে শহরের অসংখ্য মানুষ পৌর ১৫নং ওয়ার্ড মাসকান্দা, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাদ্রারাসা রোডের নিজ বাসায় ভীড় জমায়। ১৫ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহুর পৌর মাসকান্দা গোরস-ান জামে মসজিদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পৌর মাসকান্দা গোরস-ানে তাকে দাফন করা হয়েছে। যুবলীগ নেতা মাইনুদ্দিনের অকাল মৃত্যুতে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য ফাতেমা জহুরা রানী এম.পি সংরক্ষিত মহিলা আসন, পৌর মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ শহর আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিঃ আমিনুল ইসলাম তারাসহ নেতাকর্মীরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন-প্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্যসমূহ