ভালুকায় লাভেলো আইসক্রিম ফ্যাক্টরীর উদ্ভোধন


Bhaluka Pic 19-12-15 - Copy

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভিন্ন স্বাদ ও আর্ন্তজাতিক গুনগতমান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বাশিল গ্রামে আড়ম্বর পূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে লাভেলো আইসক্রিম ফ্যাক্টরীর শুভ উদ্ভোধন করা হয়েছে। তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যাবস্থাপনায় এ কারখানা প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করেন এবি ব্যাংক লিঃ এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামিম আহম্মেদ চৌধুরী। প্রতিষ্ঠানের চেয়ারম্যন শামিমা নার্গিস হক এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এন আর বি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ একরামুল হক, ইউপি চেয়ারম্যন আলহাজ্ব মোর্শেদ আলম প্রমুখ।

মন্তব্যসমূহ