জাতীয় নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী খুঁজতে বললেন এরশাদ


জাতীয় নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী খুঁজতে বললেন এরশাদ

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হতাশা প্রকাশ করে বলেছেন, ‘পৌর নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারি না। এমন হওয়ার কথা ছিল না। জাতীয় নির্বাচনে যেন এমন ঘটনা না ঘটে। মহানগরের সকল আসনসহ সারাদেশে এখন থেকেই প্রার্থী খুঁজে বের করতে হবে।’

বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক এরশাদের বারিধারার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে হলে আমাদের ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে। আমাদের সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে।’

পৌর নির্বাচনের যে সব পৌরসভায় দলের প্রার্থী আছেন তাদের বিজয়ী করতে সব স্তরের নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বানও জানন তিনি।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, জাপার যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. নোমান এমপি, সুজন দে প্রমুখ।

এরপর দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের নেতার কার্যালয়ে রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মহানগর নেতারা। রওশন এরশাদ জাকজমকভাবে সম্মেলন করার জন্য সৈয়দ আবু হোসেন বাবলা ও জহিরুল আলম রুবেলকে অভিনন্দন জানান।

মন্তব্যসমূহ