লালমনিরহাটে ৩০ স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান


লালমনিরহাটে ৩০ স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান

লালমনিরহাট: জেলার পাটগ্রামে সদ্য বিলুপ্ত ছিটমহলের ৩০ স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখা কার্যালয়ে প্রাঙ্গণে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেলপ্রাপ্ত ২০ নম্বর লতামারী ছিটমহলের নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী হুমাইয়া আক্তার ও ১১৯ নম্বর ছিটমহলের অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী শামসুন নাহার জানান, ‘আমাদের বিদ্যালয় যাওয়ার পথের সঙ্গী হবে এ বাইসাইকেল।’ 

ব্যাংক সূত্র জানায়, উপজেলার পাটগ্রাম টিএন উচ্চ বিদ্যালয়, ললিতারহাট উচ্চ বিদ্যালয়, কাউয়ামারী উচ্চ বিদ্যালয়, শ্রীমারপুর উচ্চ বিদ্যালয়, আউলিয়ারহাট কাজী নিজামুদ্দিন দাখিল মাদ্রাসা, জগতবেড় উচ্চ বিদ্যালয় ও জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের ১৬ ছাত্রী ও ১৪জন ছাত্রকে বিদ্যালয়ের যাতায়াতের সুবিধার জন্য প্রত্যেককে একটি করে বাংলাদেশি ‘ফনিক্স’ বাইসাইকেল দেওয়া হয়।

এনসিসি ব্যাংক পাটগ্রাম শাখা ব্যবস্থাপক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, উপ-ব্যবস্থাপক জাকির হোসেন, লালমনিরহাট জেলা বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি হাফিজুর রহমান, স্থানীয় ব্যবসায়ী শামসুল হক, আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্যসমূহ