ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিশাল বিজয় মিছিলে

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিশাল বিজয় মিছিলে রাজাকার মুক্ত বাংলাদেশ ও ফরমালিন মুক্ত জেলা আওয়ামীলীগ গড়ে তোলার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার,
মহান ৪৪তম বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ আয়োজিত আজ মঙ্গলবার দুপুরে বিশাল বিজয় মিছিলের কারণে প্রায় আধাঘণ্টা থমকে গিয়ে ছিলো বিভাগীয় শহর। মঙ্গলবার দুপুর একটায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিজয় মিছিলটি বের হয়। এ সময় প্রায় আধাঘন্টা বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রের সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। দু’পাশে হাজার হাজার মানুষ হাত নাড়িয়ে মিছিলকে স্বাগত জানায়। মিছিলটি শহরের টাউন হলে গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরম্নল হক খোকার সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এহতেশামূল আলম, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ফারম্নক হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আহমদ আলী আকন্দ, জেলা আওয়ামীরীগ সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যাপক ইউসুফ খান পাঠান, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু ও পৌরসভার মেয়র ও তরম্নন আওয়ামীলীগ নেতা মোঃ ইকরামুল হক টিটু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এম. এ কুদ্দুছ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল গণি সোহেল, মহানগর স্বেচ্ছালেসবকলীগ যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আউয়াল মিন্টু, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুলস্নাহ আল মামুন আরিফ, আশফাক আল রাফি শাওন, যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ। মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ অংশ নেন। _MG_0177
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়াসহ ফরমালিন মুক্ত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ গড়ে তোলা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে ৭১এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হতো না দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে এ সকল মানবতা বিরোধীদের বিচার চলছে। ইতিমমধ্যেই আদালতের নির্দেশে বেশ কয়েকটি রায় কার্যকর করা হয়েছে। যত ষড়যন্ত্রই হোক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ যুদ্ধাপরাধীদের বিচার করবেই করবে। তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর আজকের বিজয় দিবসের তাৎপর্য হোক সকল পর্যায়ের যুদ্ধাপরাধীদের বিচার করবোই করবো। সভায় পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল মানুষের সেবা করা, সন্ত্রাসমুক্ত একটি সুশৃংখল উন্নয়নশীল জাতি গড়ে তোলা। জাতির জনকের সেই স্বপ্ন পুরণে তারই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশে শানি- প্রতিষ্ঠাসহ দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছেন। উন্নয়নের ধারাবাহিকতা বাঞ্চাল করতে স্বাধীনতা বিরোধীচক্র দেশে বিদেশে ষড়যন্ত্রসহ বিশৃংখলা সৃষ্টির চেষ্ঠা করছে। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত ও বিশৃংখলা রোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য মেয়র টিটু সকলের প্রতি আহবান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ গড়তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

মন্তব্যসমূহ