ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনের কার্যক্রম তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দিয়েছে।
হাইকোর্ট সূত্রে জানা যায়, গফরগাঁও ইউনিয়নের ভোটার মোহাম্মদ আলী রিট আবেদনটি করেন। যার ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ আদেশ দেয় আদালত। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
এ ব্যাপারে জানতে চাইলে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, গফরগাঁও পৌরসভায় গফরগাঁও ইউনিয়নের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও সাড়া পাওয়া যায়নি। তিনি আরো বলেন, এটি প্রথম শ্রেণির পৌরসভা। গফরগাঁও ইউনিয়নের নাম বাদ পড়ায় এ নিয়ে রিট আবেদনটি করা হয়। আদালত ওই পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে।
মন্তব্যসমূহ