স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় চালককে ছুরিকাঘাত করে গ্রামীণ টাওয়াররের মালামালসহ ট্রাক ছিনতাই করে নিয়েছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারীদল। আহত চালককে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ঢাকার তেজগাঁও থেকে গ্রামীণ ফোন টাওয়ারের মালামাল বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৪০) জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে এসে পৌঁছলে ৭/৮ জনের একটি ছিনতাইকারীদল পিকআপ নিয়ে পথরোধ করে। পরে ছিনতাইকরীরা ট্রাক চালক আবদুল্লাহ্ আল মামুনকে (৪০) বুক, হাত, পা ও পিঠে ছরিকাঘাত করে মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ট্রাক চালককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মারুফ রহমান ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনকার মতো ওই এলাকায় ফাঁড়ির লোকজন ডিউটিতে থাকলেও ঘটনার সময় অন্য স্থানে ছিলেন। তাই এ ব্যাপারে থানা পুলিশই ভাল বলতে পারবেন।
মন্তব্যসমূহ