ধোবাউড়ায় কলসিন্দুরে ডলার ব্যাবসার নামে প্রতারনার ফাঁদ,এলাকাবাসী আতংকে

ধোবাউড়া প্রতিনিধি:   ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কলসিন্দুরে ডলার ব্যাবসার নামে প্রতারনার ফাঁদ পেতেছে একটি চক্র। আর এই পাতানো ফাঁদে পড়ে টাকা খোয়াচ্ছেন দুরদুরান্ত থেকে আসা বিভিন্ন লোকজন। স্থানীয় সূত্রে জানা এসব ব্যাবসা চালিয়ে আসছে রায়পুর গ্রামের রফিকুল ইসলাম(২৮) এবং শফিকুল ইসলাম(৩২) সহ আরও কয়েকজন। অভিযোগ রয়েছে এরা মাদক ব্যাবসার সাথেও জড়িত রয়েছে। জানা যায় বিভিন্ন এলাকা থেকে ডলার দেওয়ার নাম করে লোকজনকে এনে জোর করে টাকা রেখে দেওয়ার ঘটনা ঘটছে। আর এ বিষয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ পড়েছেন বেকায়দায়। গত ৩ দিন পূর্বে রফিকুল ও শফিকুল সহ কয়েকজন ডলার দেওয়ার নাম করে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে একজন লোককে এলাকায় এনে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জোর করে রেখে দেয় চত্রটি। পরে বিষয়টি এলাকায় গ্রাম্য শালিসের মাধ্যমে কিছুটা সমাধান করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা ও ডলার ব্যাবসা করে আসছে। কয়েকবার জেলেও গিয়েছে। এদের এই কুকর্মের বিচার দাবি করে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্যসমূহ