মুক্তাগাছায় জুয়া খেলা আইনশৃঙ্খলার অবনতি


স্টাফ রিপোর্টার

মুক্তাগাছার সাতাশিয়া ও মৈশাদিয়া গ্রামে প্রতিনিয়ত জুয়া খেলা চলছে। এতে করে আইনশৃঙ্খলার অবনতি হয়ে চুরি, ডাকাতি, খুন, ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে। অন্য দিকে যুব সমাজ বিপথগামী হচ্ছে।
জানাযায়, মুক্তাগাছার সাতাশিয়া এলাকায় জনৈক আব্দুল মালেকের নেতৃত্বে প্রতিদিন বিসিক শিল্প নগরী মাঠ সংলগ্ন স্থানে জুয়া খেলা চলে আসছে। মুক্তাগাছা, ফুলবাড়িয়া, সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন জুয়ারীরা এসে লাখ লাখ টাকার জুয়া খেলে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরছে। অনুরম্নপ ভাবে তারাটী ইউনিয়নের মৈশাদিয়া গ্রামের তারা ফকিরের পুত্র রফিকুল ইসলামের নেতৃত্বে রৌয়ারচর বাজারের পূর্ব পাশে প্রতিদিন জুয়ার আসর বসিয়ে আসছে। এমনকি রাতের বেলা রৌয়ারচর বাজারে একটি চায়ের দোকানের পেছনে সংরড়্গিত কোঠার মধ্যে তারই নেতৃত্বে নিরবে জুয়ার আসর বসিয়ে আসছে। সম্প্রতিকালে মুক্তাগাছার ভট্রবাড়ি, রুদ্রপুর, চরআধপাখিয়াসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ডাকাতি, চুরি, খুনসহ আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত ঘটনা ঘটে আসছে। এসব ঘটনায় গ্রামের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে। এব্যপারে জুয়া বন্ধসহ জুয়ারীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস’া গ্রহনসহ সংশিস্নষ্ট কর্তৃপড়্গের জরম্নরী হসত্মড়্গেপ প্রয়োজন।

মন্তব্যসমূহ