ডিগ্রী পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছে আওয়ামীলীগ সরকার: ডেপুটি স্পিকার

ডিগ্রী পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছে আওয়ামীলীগ সরকার

তোফাযে়ল হোসেন জাকির, গাইবান্ধা থেকে : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, স্বাধীনতার পর অন্য কোন সরকার শিক্ষা নীতি প্রনয়ণ করেনি। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর সুদুর প্রসারী একটি জাতীয় শিক্ষানীতি প্রনয়ণ করেছে। একই সাথে সারাদেশে ডিগ্রী পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত করণের চিন্তা মাথায় রেখে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার ফুলছডি় উপজেলার উদাখালী মডেল কলেজ আযে়াজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদাখালী মডেল কলেজের গভর্ণিং বডির সভাপতি রিপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছডি় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উদাখালী ইউপি চেয়ারম্যন আব্দুল বাকী সরকার, উদাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা হোসেন আলী, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ও উদাখালী মডেল কলেজের অধ্যক্ষ এনামুল হকপ্রমুখ।
এ সময় ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি উদাখালী মডেল কলেজের এমপিওভূক্তিসহ অবকাঠামো নির্মাণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্যসমূহ