নিরাপরাধ মানুষ হত্যা বন্ধের আহবান বাংলাদেশ-ভারত ডিসি ও ডিএম সম্মেলন সমাপ্ত


নিরাপরাধ মানুষ হত্যা বন্ধের আহবান বাংলাদেশ-ভারত  ডিসি ও ডিএম সম্মেলন সমাপ্ত


স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ক্লাস্টার ৮ এর আওতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়ে তিনদিব্যাপী সীমান্ত সম্মেলন বিভাগীয় শহর ময়মনসিংহের হোটেল সিলভার ক্যাসেলে বৃহস্পপতিবার বিকেলে সমাপ্ত হয়েছে। সম্মেলনে সীমান্তে নিরপরাধ মানুষ হত্যা বন্ধে দুইদেশের সীমান্ত রক্ষীদের আরো সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে বিভিন্ন বিষয়ে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের লক্ষে সীমানেত্মর শান্তিপূর্ণ সহাবস্থান, মাদক ও চোরাচালান, অপরাধ, বন্দি প্রত্যাবর্তন, সীমানত্ম পিলার সংস্কার ও ম্যানেজমেন্ট, সীমান্ত হাট ম্যানেজমেন্ট, দুদেশের সীমান্তবর্তী রাস্তা ও অবকাঠামো নির্মাণ, কাঁটাতারের বেড়া, ইমিগ্রেশন পয়েন্ট স্থাপন, দু’দেশের মাঝে সংস্কৃতি ও ক্রীড়া বিনিময় সংক্রানত্ম বিভিন্ন বিষয়ে সমঝোতা হয়। সমঝোতায় ৭ জেলার পক্ষে বাংলাদেশের টিমলিডার ও ময়মনসিংহ জেলা প্রশাসক মুসত্মাকীম বিল্লাহ ফারুকী এবং ভারতের টিমলিডার ও শ্রী পি.এস ডেখর স্বাক্ষর করেন।
অংশগ্রহনকারী বাংলাদেশের ৭ জেলা হচ্ছে-ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও সিলেট এবং ভারতের ৭ জেলা হলো- ইস্ট খাসি হিলস (শিলং), সাউথ ওয়েস্ট খাসি হিলস (মৌখিরাত), সাউথ গারো হিলস (বাঘমারা), ওয়েস্ট গারো হিলস (তোরা), ইস্ট জৈনিত্ময়া হিলস (খালীহরিয়াত), ওয়েস্ট জৈনিত্ময়া হিলস (জোয়াই) ও সাউথ ওয়েস্ট গারো হিলস (আমপাতি)। সম্মেলনে দুদেশের ১৪ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বিজিবি, বিএসএফ প্রতিনিধি, রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা অংশ নেন।

মন্তব্যসমূহ