নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
স্মৃতিসৌধে পৌঁছনোর আগেই দলীয় নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে যান রওশন
এরশাদ। ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রাপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর
শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা। শ্রদ্ধা জানানো শেষে নিজের গাড়ির জন্য
স্মৃতিসৌধের প্রধান ফটকের কাছে অন্তত ২০ মিনিট অপেক্ষা করতে দেখা গেছে
তাকে।
গত বছর শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময় তার সঙ্গে দলীয় চেয়ারম্যান হুসেইন
মুহাম্মদ এরশাদকে দেখা গেলেও এবার তিনি উপস্থিত ছিলেন না। গত বছর মন্ত্রী
সাংসদদের পিছনে দাঁড়ানোর স্থান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরোধীদলীয়
নেতা রওশন এরশাদ।
দীর্ঘ অপেক্ষার পর তিনি বলেন, ‘এই রাঙ্গা আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না,
গাড়ি কোথায়? ওরা (পুলিশ) আমার গাড়িকে এত দূরে পাঠালো কেন।’ এভাবেই ক্ষোভ
প্রকাশ করছিলেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন জাতীয় সংসদের বিরোধী
দলীয় নেতা রওশন এরশাদ। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার আগে নিজের
গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বিরোধীদলীয় নেতাকে। আর বিষয়টি
নিয়ে এভাবেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে তাকে।
তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে তিনি বলেন, ‘আমি
আগেই গাড়িটা সামনে রাখতে বলেছিলাম। কিন্তু গাড়ি এতো পেছনে কেন? উত্তরে
রাঙ্গা বলেন, গাড়ি সামনেই ছিল। হয়তো পুলিশ পেছনে পাঠিয়েছে। তখন রিবোধী দলীয়
নেতা রওশনের চোখে-মুখে ক্ষোভের চিহ্ন দেখা যায়।
মন্তব্যসমূহ