স্টাফ রিপোর্টার: ভালুকা
উপজেলার তামাট গ্রামের একাব্বর আলীর মেয়ে মহিমা আক্তার (তিন্নি) নামে ডিগ্রি
পরীক্ষার্থী খুন হয়েছে।
জানা যায়,সোমবার সন্ধ্যায় মহিমা আক্তারের বাবা-মা রোগি দেখার জন্য পাশের গ্রামে তার নানা বাড়িতে যান। রাতে সেখান থেকে ফিরে মহিমাকে বাড়িতে না পেয়ে রাতভর আত্নীয় স্বজন নিয়ে খোঁজাখুজি করেন। সকালে মহিমার লাশ গোয়াল ঘরের পিছনে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা আতরজান ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। মহিমা সোনার বাংলা ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। মঙ্গলবার (১ডিসেম্বর) তার ইসলাম শিক্ষা প্রথমপত্র পরীক্ষা ছিল। নিহতের ভাই আমিনুল ইসলাম দাবি করেন,তার বোনকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে,তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। খুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় নিহতের পিতা একাব্বর আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুন অর রশিদ জানান,ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর মৃত্যুর কারণ জানাযাবে।
জানা যায়,সোমবার সন্ধ্যায় মহিমা আক্তারের বাবা-মা রোগি দেখার জন্য পাশের গ্রামে তার নানা বাড়িতে যান। রাতে সেখান থেকে ফিরে মহিমাকে বাড়িতে না পেয়ে রাতভর আত্নীয় স্বজন নিয়ে খোঁজাখুজি করেন। সকালে মহিমার লাশ গোয়াল ঘরের পিছনে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা আতরজান ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। মহিমা সোনার বাংলা ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। মঙ্গলবার (১ডিসেম্বর) তার ইসলাম শিক্ষা প্রথমপত্র পরীক্ষা ছিল। নিহতের ভাই আমিনুল ইসলাম দাবি করেন,তার বোনকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে,তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। খুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় নিহতের পিতা একাব্বর আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুন অর রশিদ জানান,ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর মৃত্যুর কারণ জানাযাবে।
মন্তব্যসমূহ