আজহারুল হক,গফরগাঁও থেকে,
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনা টিকিটে রেলভ্রমন করায় ৪টি আন্ত:নগর ট্রেনের ১৩৩
জন ট্রেন যাত্রীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। শনিবার সকাল থেকে
দুপুর পর্যনত্ম গফরগাঁও রেলওয়ে স্টেশনে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা
সিদ্ধার্থ শংকর কুন্ডু ও রেলওয়েরর ট্রাফিক ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন রেলওয়ে
আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিসত্মা এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে রেলভ্রমন করায় সময় রেলস্টেশনে গফরগাঁও থানা পুলিশ ও জিআরপি পুলিশের সহায়তায় ১৩৩ জন ট্রেন যাত্রীকে আটক করে রেলওয়ে কতৃপড়্গ। পরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্বার্থ শংকর কুন্ডু আটককৃতদের মধ্যে ২৩ ট্রেন যাত্রীর প্রত্যককে একশ টাকা করে জরিমান করেন। এছাড়াও রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন ১১০ জন ট্রেন যাত্রীকে বিভিন্ন অংকে ১৫হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। প্রসঙ্গত ২৫ বছর পর গফরগাঁও রেলওয়ে স্টেশনে দ্বিতীয় বারের মতো বিনা টিকিটে রেলভ্রমন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিসত্মা এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে রেলভ্রমন করায় সময় রেলস্টেশনে গফরগাঁও থানা পুলিশ ও জিআরপি পুলিশের সহায়তায় ১৩৩ জন ট্রেন যাত্রীকে আটক করে রেলওয়ে কতৃপড়্গ। পরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্বার্থ শংকর কুন্ডু আটককৃতদের মধ্যে ২৩ ট্রেন যাত্রীর প্রত্যককে একশ টাকা করে জরিমান করেন। এছাড়াও রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন ১১০ জন ট্রেন যাত্রীকে বিভিন্ন অংকে ১৫হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। প্রসঙ্গত ২৫ বছর পর গফরগাঁও রেলওয়ে স্টেশনে দ্বিতীয় বারের মতো বিনা টিকিটে রেলভ্রমন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়
মন্তব্যসমূহ