৮১ জন নন-ক্যাডার নিয়োগের সুপারিশ


bcs ৩৪তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ৮১ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপজেলা বা থানা নির্বাচন অফিসারের ৩৩টি ও সাব-রেজিস্ট্রারের ৪৮টি পদে নিয়োগের সুপারিশ করে কমিশন।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, কোটা থেকে প্রার্থী না পাওয়া ও সংশ্লিষ্ট ক্যাডার পদে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী পাস না করায় কিছু পদে কম-বেশি প্রার্থী সুপারিশ পেয়েছেন।
গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে দুই হাজার ১৫৯ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

মন্তব্যসমূহ