স্টাফ রিপোর্টার | ময়মনসিংহে বেগম রোকেয়া দিবস ও আত্মর্জাতিক
নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ৯ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে
বেগম রোকেয়া দিবস ও আত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে ময়মনসিংহের
মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর
আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়
সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, নারী শিক্ষার অগ্রদূত
বেগম রোকেয়ার পথ অনুসরণ করে নারীদের উজ্জীবিত ও উদ্দীপ্ত হতে হবে। এজন্য
পুরুষ শাসিত সমাজের শৃঙ্খলা ভেঙ্গে নারীদের নেতৃত্বের মনোভাব নিয়ে এগিয়ে
যেতে হবে। আমি এমন দিন দেখতে চাই যে দিনে নারীদের হাতে পুরুষরা লাঞ্চিত
হবে। এদিকে তিনি আরো বলেন, সরকার নারীদের অগ্রাধিকার দিচ্ছে এবং নারী
শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের লেখাপড়া শিখে উদ্দীপ্ত হতে
হবে। নারীদের নিরাপদে থাকতে কুংফু, ক্যারাতে, জুডো, মার্শাল আর্ট শিখার
আহবান জানান বেগম রওশন এরশাদ। এসময় উপসি’ত ছিলেন জেলা প্রশাসক মুসত্মাকীম
বিল্লাহ ফারুকী, সহকারী পুলিশ সুপার সীমা রানী সরকার, মহিলা পরিষদের সভাপতি
ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কলেজের অধ্যক্ষ এন.এম শাজাহান সরকার, শুভেচ্ছা
বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্তকর্তা মছিরুন নেছাসহ শিক্ষক-শিক্ষার্থী ও
প্রশাসনের কর্মকর্তাগণ ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা
কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক আজমেরী সুলতানা। পরে বিরোধী দলীয় নেতা
৫টি ক্যাটাগরিতে অবদানের জেলা ও উপজেলা পর্যায়ের ১০ জন জয়িতাকে ক্রেষ্ট
তুলে দেন।
মন্তব্যসমূহ