সাভার প্রতিনিধি: লাইসেন্স ভঙ্গ ও পার্সেলের অনুপস্থিতিতে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করার অভিযোগে সাভারে একটি ফ্যার্মাসিউটিক্যালসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে সাভারের রাজফুলবাড়ি এলাকার সেলটন ফ্যার্মাসিউটিক্যালসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করে র্যাব হেডকোয়াটার্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান। র্যাব জানায় লাইসেন্স ভঙ্গ ও পার্সেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করার অভিযোগে সেলটন ফ্যার্মাসিউটিক্যালসে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেলটন কারখানার মালিককে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব ৪ এর কোম্পানি কমাণ্ডার মাসুদুর রহমান। |
মন্তব্যসমূহ