বর্ণমেলা নিউজ ২৪ ডট কম : নৃত্যশিল্পী ও
অভিনেত্রী নাদিয়া আহমেদ নৃত্য দিযে় শোবিজে পদার্পণ করেছিলেন। নৃত্য নিযে়
তার অনেক পরিকল্পনা থাকলেও এখন তার স্বপ্ন ভঙ্গ হযে়ছে। কারণ তার
ক্যারিয়ারের শুরুর দিকে দেশ-বিদেশে নৃত্য পরিবেশন করে বোদ্ধাদের প্রশংসা ও
খ্যাতি লাভ করেছিলেন। তবে এখন নৃত্য নয়, অভিনয় নিযে়ই ব্যস্ত রযে়ছেন।
তিনি নৃত্যকেই পেশা হিসেবে গ্রহণ করতে চেযে়ছিলেন। কিন্তু বিভিন্ন চ্যানেলে
এবং কর্পোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে নৃত্যের আযে়াজন ধীরে ধীরে
কমতে থাকে। এখন শুধু বিশেষ দিবসগুলোতে দু-একটি নৃত্যের অনুষ্ঠান হযে় থাকে।
ফলে নাদিয়া নাচের পাশাপাশি অভিনয় শুরু করেন। নৃত্যের মতো অভিনযে় সফলতা
লাভ করেন। এরপর ধীরে ধীরে তিনি অভিনযে়ই থিতু হন। এখন তাকে নাচের অনুষ্ঠানে
দেখা যায় না। বছরের মধ্যে হাতেগোনা কযে়কটি নাচের অনুষ্ঠানে অংশ নিযে়
থাকেন। প্রতি বছর বিজয় দিবসের আগে বিভিন্ন চ্যানেলের নৃত্যের অনুষ্ঠানের
দৃশ্য ধারণ নিযে় নাদিয়াকে ব্যস্ত থাকতে দেখা যেত। কিন্তু এ বছর এখন
পর্যন্ত তিনি একটি নাচের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেননি। এমনকি কোনো অনুষ্ঠানে
অংশগ্রহণের বিষযে় কথাবার্তাও হয়নি।
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নাচ করতাম। একজন নৃত্যশিল্পী হওয়ার জন্য দেশের খ্যাতিমান নৃত্য গুরুদের কাছ থেকে নাচের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও নিযে়ছি। নাচ নিযে় অন্যরকম স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। তবে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করার পর থেকে নাচ থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকি। অভিনয় ভালো করার পর গুণী নির্মাতাদের কাছ থেকে নাটকের প্রস্তাব পেতে থাকি। একের পরে এক ধারাবাহিক নাটকের কাজে যুক্ত হযে় পরি।’ নাদিয়া
এ প্রসঙ্গে আরো বলেন, ‘আমি কোনো নাচের অনুষ্ঠানে অংশ নিতে গেলে কযে়ক দিন আগে থেকে অনুশীলন শুরু করি। তা না হলে নাচকে দর্শকের সামনে ভালোভাবে উপস্থাপন করা সম্ভব নয়। এখন সময় না থাকার কারণে অনুশীলন করতে পারছি না। এ কারণেও নৃত্যের অনুষ্ঠানে অংশ নেয়া হয় না। তবে সময় পেলে আমি মাঝে মাঝে নৃত্য অনুষ্ঠান করব।’
এদিকে নাদিয়া বর্তমানে প্রায় একডজন ধারাবাহিকে অভিনয় নিযে় ব্যস্ত রযে়ছেন। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে রযে়ছে, ‘স্বপ্ন’, ‘কমেডি অ্যাট কলোনি’, ‘ ‘গন্তব্য নিরুদ্দেশ’, ‘উত্তর পুরুষ’, ‘মেঘে ঢাকা শহর’, ‘মেঘের ওপর মেঘ জমেছে’, ‘বাক্সবন্দি’, ‘আয়না ঘর’, ‘পাগলা হাওয়ার দিন’, ‘দাগ’, ‘জীবনের অলিগলি’, ‘পরন কথা’ ‘লড়াই’ প্রভৃতি। এ ছাড়া আরো কযে়কটি ধারাবাহিকে তার অভিনযে়র কথাবার্তা চলছে।
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নাচ করতাম। একজন নৃত্যশিল্পী হওয়ার জন্য দেশের খ্যাতিমান নৃত্য গুরুদের কাছ থেকে নাচের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও নিযে়ছি। নাচ নিযে় অন্যরকম স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আমার পূরণ হয়নি। তবে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করার পর থেকে নাচ থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকি। অভিনয় ভালো করার পর গুণী নির্মাতাদের কাছ থেকে নাটকের প্রস্তাব পেতে থাকি। একের পরে এক ধারাবাহিক নাটকের কাজে যুক্ত হযে় পরি।’ নাদিয়া
এ প্রসঙ্গে আরো বলেন, ‘আমি কোনো নাচের অনুষ্ঠানে অংশ নিতে গেলে কযে়ক দিন আগে থেকে অনুশীলন শুরু করি। তা না হলে নাচকে দর্শকের সামনে ভালোভাবে উপস্থাপন করা সম্ভব নয়। এখন সময় না থাকার কারণে অনুশীলন করতে পারছি না। এ কারণেও নৃত্যের অনুষ্ঠানে অংশ নেয়া হয় না। তবে সময় পেলে আমি মাঝে মাঝে নৃত্য অনুষ্ঠান করব।’
এদিকে নাদিয়া বর্তমানে প্রায় একডজন ধারাবাহিকে অভিনয় নিযে় ব্যস্ত রযে়ছেন। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে রযে়ছে, ‘স্বপ্ন’, ‘কমেডি অ্যাট কলোনি’, ‘ ‘গন্তব্য নিরুদ্দেশ’, ‘উত্তর পুরুষ’, ‘মেঘে ঢাকা শহর’, ‘মেঘের ওপর মেঘ জমেছে’, ‘বাক্সবন্দি’, ‘আয়না ঘর’, ‘পাগলা হাওয়ার দিন’, ‘দাগ’, ‘জীবনের অলিগলি’, ‘পরন কথা’ ‘লড়াই’ প্রভৃতি। এ ছাড়া আরো কযে়কটি ধারাবাহিকে তার অভিনযে়র কথাবার্তা চলছে।
মন্তব্যসমূহ