আ’লীগ ও বিএনপি থেকে আসন্ন ভালুকা পৌরসভা
নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম চুড়ান্ত ভাবে ঘোষণা করা হয়েছে। সব
ধরণের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দু দল থেকেই তাদের প্রার্থী চুড়ান্ত
করেছে।
আ’লীগ থেকে ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম ও বিএনপি থেকে আলহাজ্ব হাতেম খান। আ’লীগ প্রার্থীকে প্রায় ১হাজার মটর সাইকেল দিয়ে ভালুকার সীমান্ত থেকে গ্রহণ করে ভালুকা পর্যন্ত নিয়ে আসে।
জানাযায়,গত ২৭নভেম্বর পৌর বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য এক সভা আহবান করা হয়। কিন্তু পুলিশের বাঁধার কারণে ওই সভা পন্ড হয়ে যায়। অপর দিকে আ’লীগের পক্ষ থেকে জেলা আ’লীগের উদ্যোগে দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেখান থেকে প্রার্থীদের একটি তালিকা সংসদিয় কমিটিতে প্রেরণ করলে মঙ্গলবার রাত ১২টার সময় আ’লীগ থেকে বর্তমান মেয়র উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম ও বুধবার দুপুরে বিএনপি থেকে ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাতেম খানের নাম চুড়ান্ত ভাবে ঘোষণা করা হয়।
আ’লীগ থেকে ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম ও বিএনপি থেকে আলহাজ্ব হাতেম খান। আ’লীগ প্রার্থীকে প্রায় ১হাজার মটর সাইকেল দিয়ে ভালুকার সীমান্ত থেকে গ্রহণ করে ভালুকা পর্যন্ত নিয়ে আসে।
জানাযায়,গত ২৭নভেম্বর পৌর বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য এক সভা আহবান করা হয়। কিন্তু পুলিশের বাঁধার কারণে ওই সভা পন্ড হয়ে যায়। অপর দিকে আ’লীগের পক্ষ থেকে জেলা আ’লীগের উদ্যোগে দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেখান থেকে প্রার্থীদের একটি তালিকা সংসদিয় কমিটিতে প্রেরণ করলে মঙ্গলবার রাত ১২টার সময় আ’লীগ থেকে বর্তমান মেয়র উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম ও বুধবার দুপুরে বিএনপি থেকে ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাতেম খানের নাম চুড়ান্ত ভাবে ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ