তারাকান্দায় শস্য গুদামের ২০ মেঃ টন ধান আত্নসাৎ কৃষি ব্যাংক ব্যবস্থাপকসহ ২ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের তারাকান্দায় কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদামের ২০ মেঃ টন ধান আত্নসাতের অভিযোগে কৃষি ব্যাংক ব্যবস’াপকসহ ২ জনের বিরুদ্ধেসোমবার সে থানায় মামলা হয়েছে। জানা গেছে কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে শস্য গুদাম ঋন প্রকল্পের আওতায় ময়মনসিংহের তারাকান্দায় খাদ্য গুদাম ঋন কর্মসূচীতে কৃষকদের সহায়তা দানে খাদ্য শস্য মজুদ রেখে ঋন বিতরণ করা হয়। গত বোরো মৌসুমে ১০ কৃষকের ২০ মেঃ টন ধান গুদামে সংরক্ষন করে এর বিপরীতে ২৭ হাজার করে ১০ কৃষককে ২ লক্ষ ৭০ হাজার টাকা তারাকান্দা কৃষি ব্যাংক ঋন দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজস্ব তালা গুদামে ফটকে লাগিয়ে চাবি হেফাজতে রাখেন। নিয়ম মোতাবেক ব্যাংক ঋন পরিশোধের পর কৃষক মজুদকৃত ধান নিয়ে যাবে। কিন্ত গত ১০ ডিসেম্বর গুদাম কমিটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ গুদাম কর্তৃপক্ষের আঞ্চলিক ব্যবস্থাপক গুদাম পরিদর্শণ করে ২০ মেঃ টন ধান গোপনে বিক্রি করে আত্নসাতের প্রমাণ পান। এ ব্যাপারে টুরেজ মটিভেটর জেলা বাজার কর্মকর্তা ও তারাকান্দা শস্য গুদাম ঋন কর্মসূচীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঝিল্লুল বারী ভূ্‌ঞা বাদী হয়ে তারাকান্দা কৃষি ব্যাংক ব্যবস্থাপক দস্তগীর মোঃ জাহিদ রেজভী ও গুদামের স্টোর কিপার সোহরাব আলীর নামে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। অপর দিকে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহাবুব মুরাদ গুদাম পরিচালনা কমিটি বাতিল ও গুদামটি সীলগালা করেছেন।

মন্তব্যসমূহ