ফেসবুক খোলার পর প্রথম যে স্ট্যাটাস দিলেন তারানা হালিম
গতকাল বৃহস্পতিবার
ফেসবুক খুলে দেয়ার পর রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে প্রথম স্ট্যাটাস দেন ডাক
ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার এতদিন সাময়িকভাবে ফেসবুকসহ অন্যান্য
সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখেছিল। আজ সরকার কতৃক ফেসবুক পুনরায় খুলে
দেওয়া হয়েছে। ফেসবুক বন্ধ থাকার সময়ে দেশের জনগণ বিশেষকরে আমাদের তরুণ
প্রজন্ম তাদের সাময়িক অসুবিধার পরেও দেশ ও জনগণের নিরাপত্তার কথা বিবেচনা
করে ফেসবুক ব্যবহার থেকে বিরত থেকে যে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তার জন্য
আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশাকরি আমরা ভবিষ্যতেও
রাষ্ট্র ও জনগনের নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার কতৃক গৃহিত যেকোন
পদক্ষেপ একজন খাটি দেশপ্রেমিক নাগরিকের ন্যায় মেনে নিবো”।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের
চৌধুরী ও জামায়ত নেতা আলী আহসান মোহাম্মদ ফাঁসির রায় কার্যকর করাকে
কেন্দ্র করে গত ১৮ নভেম্বর ফেসবুব বন্ধ করে দিয়েছিল সরকার। অনেক
জল্পনা-কল্পনার শেষে দীর্ঘ ২২ দিন পর বৃহস্পতিবার খুলে দেয়া হয়েছে ফেসবুক।
মন্তব্যসমূহ