দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা চালাতে হবে

দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা চালাতে হবে ——সিভিল সার্জন
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল থেকে:
দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা চালানাের আহবান জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.কে.এম মোস্তফা কামাল। তিনি আরো বলেছেন, সমাজের সকল ক্ষেত্র থেকে দুর্নীতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি হলেই কমে আসবে দুর্নীতি। দুর্নীতি কমে আসলে সুখি, সমৃদ্ধশীল একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি শনিবার ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।  স্বাস্থ্য বিভাগের সকলকে সঠিক দায়িত্ব পালনের পাশাপাশি দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিরও আহবান জানান তিনি।  উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও মাঠকর্মীদের সাথে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিমেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিহুর রহমান, । উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস.এম আলমগীর কবীর।

মন্তব্যসমূহ