রায়ানি এয়ারে যে বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেগুলো হচ্ছে,
১. এই বিমান সংস্থা সম্পূর্ণ শরীয়া মোতাবেক চলবে। বিমান যাত্রা শুরুর আগে প্রার্থনা হবে। কোনও অ্যালকোহল এই বিমানে সরবরাহ করা হবে না। এমনকি শূকরের মাংসও না। শরীয়া মোতাবেক ড্রেস কোড পড়তে হবে বিমানবালাদের।
২. মুসলিম ক্রু মেম্বাররা শরীয়া মোতাবেক পোশাক পড়বে। অমুসলিমরা পড়বে কোম্পানির নির্দিষ্ট করা ড্রেস কোড।
৩. ৩৫০ জন স্টাফ, ৮ জন পাইলট ও ৫০ জন কেবিন ক্রু নিয়ে এই বিমান সপ্তাহে ৫ বার কুয়ালালামপুর থেকে ল্যাংকাউ যাওয়া আসা করবে।
৪. এছাড়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এই বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করবে।
প্রসঙ্গত, মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ৩০ মিলিয়ন লোকের মাঝে ৬০ শতাংশ মুসলিম। এরপর সেখানে রয়েছে বড় সংখ্যায় জাতিগত ভারতীয় সম্প্রদায়। যাদের অধিকাংশ হিন্দু।
মন্তব্যসমূহ