বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা,
আজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলড়্গ্যে সকাল ৬.২৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল এবং আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) হয় পরে সকাল ৭:০০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবরের নেতৃত্বে বাকৃবি শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় শোক র্যালি বৈশাখী চত্বর থেকে শুরু হয়ে বাকৃবি বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন সকাল ৮:০০ টায় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ