চৌদ্দগ্রামে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষ, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি, 


    • কুমিল্লা: চৌদ্দগ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান ও দলের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর (এনাম) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।  এ সময় দুটি মাইক্রোবাস ও  বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও আগুন দেয়া হয়। সোমবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা  ছয়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ সংঘর্ষ চলে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মোহাম্মদ হোসাইন ও কনস্টেবল মনির হোসেন। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই দিকে ১২ কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান ও বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর (এনাম) সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিছিল বের করে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    মন্তব্যসমূহ