সাংবাদিক সম্মেলনে শহর আওয়ামীলীগের স্থগিত হওয়া তিনটি ওয়ার্ড কমিটি ঘোষনা

স্টাফ রিপোর্টার:শহর আওয়ামীলীগের স্থগিত হওয়া ৪টি ওয়ার্ড কমিটি সম্মেলন ছাড়াই পাল্টাপাল্টি ঘোষনা করলেন শহর আ’লীগ সভাপতি ইঞ্জি: আলহাজ্ব আমিনুল ইসলাম তারা ও শহর আ’লীগের সাধারণ সম্পাদক এড: সাদেক হোসেন খান মিল্কী টজু। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হোটেলে শহর আ’লীগের কার্যকরী কমিটির সভায় স্থগিত হওয়া ২, ৮, ১২ ও ১৬ নং ওয়ার্ড কমিটি ঘোষনা করেন সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম তারা। এর পর দিনই বুধবার সন্ধ্যায় শহরের তাজ বেঙ্গল কমিউনিটি সেন্টারে জরাজীর্ন সাংবাদিক সম্মেলন করে স্থগিত হওয়া চারটি ওয়ার্ডের মাঝে ১২ নং ওয়ার্ড বাদ রেখে ২, ৮ ও ১৬ নং ওয়ার্ড কমিটি ঘোষনা করেন দ্বিধা বিভক্ত শহর আ’লীগের সাধারণ সম্পাদক এড: সাদেক হোসেন খান মিল্কী টজু। স্থগিত হওয়া কমিটিগুলোর মাঝে ২ নং ওয়ার্ডের তিন তিনবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: গোলাম রফিক দুদুকে সভাপতি ও মো: নাসির হোসেনকে সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডের বিকাশ সরকারকে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নিহার রঞ্জন দে কৃষ্ণ, ১৬ নং ওয়ার্ডের আসাদুজ্জামান মড়লকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়। জরাজীর্ন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো: ফারম্নক হোসেন, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহম্মদ আলী আকন্দ, জেলা আ’লীগ নেতা এড: মোয়াজ্জেম হোসেন বাবুল, শহর আ’লীগের সহ-সভাপতি সুলতান আহম্মেদ, শহর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তাইজুল ইসলামসহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ