মুক্তাগাছা প্রতিনিধি”
মুক্তাগাছা পৌরসভার সৈয়দপাড়া এলাকায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায়
শুক্রবার ভোর রাতে এক স্কুল ছাত্রীর বাবাকে নির্মমভাবে হত্যা করেছে সংঘবদ্ধ
বখাটে চক্র। নিহতের নাম আইন উদ্দিন (৪৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় পৌর এলাকার সৈয়দ পাড়া গ্রামের দিনমজুর আইন উদ্দিনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যাকে একই এলাকার গেন্দু মিয়ার পুত্র কাতু(২৬) এর নেতৃত্বে দিপু, তাহের,রাকিব, আশু, লাল মিয়াসহ সংঘবদ্ধ বখাটে চক্র প্রায়ই উত্যক্ত করতো। বৃহস্পতিবার আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বখাটেরা বাবা,মা,মেয়েসহ পরিবারের কয়েকজনকে পথে আটকিয়ে মার ধর করে। এসময় বখাটেরা তাদেরকে নানাভাবে হুমকি দেয়। ভয়ার্ত বাবা মেয়েকে অন্য আত্মীয়ের বাড়িতে রেখে রাতে ঘরে ফেরার পথে ঐ বখাটেরা আইন উদ্দিনকে গলায় ধরি পেচিঁয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে ফেলে রাখে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোঃ ফজলুল করিম দৈনিক লোকলোকান্তরকে জানান লাশ উদ্ধার করা হয়েছে। খুনিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় পৌর এলাকার সৈয়দ পাড়া গ্রামের দিনমজুর আইন উদ্দিনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যাকে একই এলাকার গেন্দু মিয়ার পুত্র কাতু(২৬) এর নেতৃত্বে দিপু, তাহের,রাকিব, আশু, লাল মিয়াসহ সংঘবদ্ধ বখাটে চক্র প্রায়ই উত্যক্ত করতো। বৃহস্পতিবার আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বখাটেরা বাবা,মা,মেয়েসহ পরিবারের কয়েকজনকে পথে আটকিয়ে মার ধর করে। এসময় বখাটেরা তাদেরকে নানাভাবে হুমকি দেয়। ভয়ার্ত বাবা মেয়েকে অন্য আত্মীয়ের বাড়িতে রেখে রাতে ঘরে ফেরার পথে ঐ বখাটেরা আইন উদ্দিনকে গলায় ধরি পেচিঁয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে ফেলে রাখে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোঃ ফজলুল করিম দৈনিক লোকলোকান্তরকে জানান লাশ উদ্ধার করা হয়েছে। খুনিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ