ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন আহম্মদ অবশেষে পৌর মেয়র পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রবিবার দুপুরে তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ অবস্থায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের চেষ্টায় ‘বিদ্রোহীমুক্ত’ হলো আওয়ামা লীগ।
অন্যদিকে মনোনীত প্রার্থীসহ বিএনপির তিনজনের কেউ দুপুর নাগাদ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। যে কারণে মনোনয়ন বঞ্চিতসহ দুজন বিদ্রোহী প্রার্থী বিএনপিতে রয়ে যাবে বলে ধারনা পাওয়া গেছে। একাধিক প্রার্থী থাকাটা দলের সিনিয়র নেতৃবৃন্দের ওপরই দোষ চাপিয়েছেন অনেকে। এ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়েও চরম ক্ষোভ বিরাজ করছে।
নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, আজ রবিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ জেলার সিনিয়র চার নেতা আখাউড়ায় আসেন। তাঁদের সঙ্গে আলোচনার পরই বেলা সোয়া ১২টার দিকে শেখ বোরহান উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে তিনি তাকজিল খলিফাকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
বিএনপি নেতাকর্মীরা জানায়, দল একজন প্রার্থী মনোনয়ন দিলেও আরেকজন বেশ জোরালোভাবে মাঠে থাকায় তারা বেশ বেকায়দায় আছেন। দলের জেলা ও উপজেলার সিনিয়র নেতারাও সেভাবে মাঠে না নামায় সিদ্ধান্ত নিতে পারেননি কেউ। যে কারণে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মন্তব্যসমূহ